কুমিল্লার চান্দিনা উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২১ উদযাপন উপলক্ষে এক প্রস্তুুতিমুলক সভা বৃহস্পতিবার (৪ মার্চ)উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) বিভীষণ কান্তি দাশ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।
বিশেষ অতিথি ছিলেন চান্দিনা পৌর সভায় মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তানভীর হাসান, চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা মুক্তিযোদ্ধার সংসদ কমান্ডার হাজী আব্দুল মালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, কেরনখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন আর রশীদ।
এ সময় উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা,কর্মচারীও শিক্ষকগন উপস্থিত ছিলেন।