ঝিনাইদহের কালীগঞ্জের শিবনগর দাসপাড়া এলাকায় মাদকাসক্ত বন্ধুর ছুরিকাঘাতে ইসরাফিল হোসেন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ইসরাফিল আড়পাড়া গ্রামের ওসমান আলী ওরফে মির খা-এর ছেলে।
শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে দাসপাড়া গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত সন্দেহে সমাদকাসক্ত বন্ধু রানাকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। সে একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গেল রাতে মাদক সেবনের এক পর্যায়ে দু’বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হলে রানার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে ইসরাফিলের পেটে ছুরিকাঘাত করে। সেসময় স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঝিনাইদহের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান মিয়া জানান, মাদক ব্যবসায়ী ও সেবনকারী হিসাবে এলাকায় পরিচিত ইসরাফিল হোসেন ও রানা। তারা দীর্ঘদিন এক সাথে চলাচল করে আসছিল। তবে হত্যাকান্ডের সাথে জড়িত রানাকে আটক করা হয়েছে।