আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীর মহিপুর থানাধীন ১১ নং ডালবুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ নির্বাচন। এই নির্বাচন কে সামনে রেখে প্রতি নিয়তই ঘটছে হামলা ও সংঘর্ষের ঘটনা।
প্রচারণা চালানোর সময় আজ নৌকা সমর্থকদের হামলায় স্বতন্ত্র আনারস প্রতিকের প্রার্থীর ৩ কর্মী আহত ও একটি মটরসাইকেল ভাংচুর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায় আজ মঙ্গলবার বেলা ১২ টার সময় স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের ৫ জন কর্মী ইউনিয়নের বরকোতিয়া গ্রামে প্রচার -প্রচারণা চালাচ্ছিল হঠাৎ মটর সাইকেল যোগে ১০ থেকে ১২ জন বহিরাগত নৌকার সমর্থক এসে তাদের প্রচারণায় বাধা প্রদান করে হামলা চালায়।
এ ব্যাপারে আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াদুদ সিকদার বলেন নিশ্চিত পরাজয় জেনে নৌকা মার্কার প্রার্থী বহিরাগত সন্ত্রাসী দের ভাড়া করে এনে প্রতিনিয়তই এরকম হামলা চালাচ্ছে আমার এবং অন্য সকল প্রার্থীদের কর্মী সমর্থকদের উপরে।
ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহিপুর থানার অফিসার ইনচার্জ মো:মনিরুজ্জামান।
উল্লেখ্য গত ২ দিন আগে ইউনিয়নের বরকোতিয়া গ্রামের গ্রাম পুলিশ ও নৌকা সমর্থক আবু সালেহ চৌকিদার কর্তৃক স্বতন্ত্র প্রার্থীর আনারস প্রতিকের কর্মীদের কাছ থেকে পোস্টার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।