পটুয়াখালীর দশমিনায় নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে আজ। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও আঃলীগ সহ অঙ্গসংগঠন মিলে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন , কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন , মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধণা ও মুক্তি যোদ্ধাদের মাঝে পুরুস্কার বিতরন করে থাকেন , এসময় উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা পরিষদের ইউএনও জনাব আল-আমীন, আঃলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আজিজ মিয়া,সাধারন সম্পাদক এ্যাডঃ ইকবাল মাহমুদ লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন্নাহার খান ডলি,জেলা পরিষদের সদস্য জাকির হোসেন ভুট্রু, উপজেলা ছাএলীগ,যুবলীগ সেচ্ছসেবক লীগ, শ্রমিক লীগ সহ অঙ্গসংগঠনের নেএীবৃন্দু, এসময় উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ ইকবাল মাহমুদ লিটন বক্তব্যে যানান আজ ২৬ মার্চ, বাঙালির শুশৃঙ্খল মুক্তির দিন।মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর সূবর্ণ জয়ন্তী উৎসব উদযাপনের শুভলগ্নে বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করছি বাঙালি জাতির মুক্তি সংগ্রামের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহিদ এবং দু লক্ষ সম্ভ্রমহারা মা-বোন ও জাতীয় চার নেতাকে, বিনম্র শ্রদ্ধায় স্মরণ,পঁচাত্তরের পনের আগস্টের কালো রাতে শাহাদাৎ
বরণকারী জাতির পিতার পরিবারবর্গ সহ স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সকল শহিদদের সকল বীর মুক্তিযোদ্ধা ও শহিদদের প্রতি দশমিনা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি জানান।