ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় কৃষি অফিস-কাম – কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ১১ মার্চ বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি অফিস-কাম- কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে কাজ উদ্বোধন করেন,ব্রাহ্মণবাড়িয়া -১(সাংসদ) বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি।
ভিত্তিপ্রস্তর স্থাপন পর মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহম্মদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার। দাঁতমন্ডল এরফানিয়া আলীম মাদ্রাসার শিক্ষক মাওলানা এখলাছুর রহমানের কোরান তেলাওয়াত ও প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আসাদু জ্জামান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক।প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর বাংলাদেশে খাদ্য স্বয়ং সম্পূর্ণ হয়, কৃষি কাজে ব্যাপক ভর্তূকি প্রদান করেন। তিনি আরও বলেন নাসিরনগর উপজেলাকে আধুনিকায়ন করতে হলে মৎস্য ও কৃষকে প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক করে গড়ে তুলতে হবে তাই এই প্রশিক্ষণ কেন্দ্রটি খুবই গুরুত্বপূর্ণ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ,আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।