২২ ফেব্রুয়ারি ২০২১ রোজ সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বিসিক শিল্পনগরীর স্থান পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া-১, সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
তিনি উপজেলার আতুকোড়া,ফান্দাউক, রসুলপুর, তিলপাড়া ও কুন্ডা বেড়ীবাঁধ সংলগ্ন বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সাথে ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) পরিকল্পনা ও গবেষনা বিভাগের যুগ্ন সচিব ডঃ গোলাম মোহামদ ফারুক, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী,
অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাছ টিপু, হরিপুর ও গোকর্ণ ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখি, ছোয়াব আহমেদ হৃতুল, যুবলীগ নেতা বকুল চৌধুরী সহ দলীয় নেতাকর্মী ও বিসিকের বিভিন্ন কর্মকর্তাগণ।