আজ ১৫ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহম্মদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, আইন – শৃঙ্খলা কমিটির সদস্য সচিব থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আ স ম আতিকুর রহমান।
চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া খেলা, মদ, গাজা ও বাল্য বিবাহ প্রতিরোধে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সহ সভাপতি মোঃ আক্তার হোসেন ভূইয়া, প্রধান শিক্ষক আব্দুর রহিম, চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল আহাদ, হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান আতিকুল রহমান আঁখি, গুনিয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, চাপরতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়েজ পারভেজ আহমেদ ভূইয়া,গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছোয়াব আহমেদ হৃতুল, কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াছ আলী, গোয়ালনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজাহারুল ইসলাম, বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ টি এম মোজাম্মেল সরকার, ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া প্রমূখ।