নেত্রকোনায় অস্ত্র আইনে মামলার রায়ে দুই আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা যুগ্ম জজ আদালতের বিচারক। বুধবার বিকেলে নেত্রকোনা যুগ্ম জেলা ও দায়রা জজ, ২ য় আদালতে স্পেশাল ট্রাইবুনাল ৪ এর বিচারক মোহাম্মদ শহিদুল ইসলাম এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হচ্ছেন- জেলার দুর্গাপুর উপজেলার বাগিচাপাড়ার আজিজুল ইসলামের ছেলে মো. তাজুল ইসলাম তাজু (পলাতক) ও একই উপজেলার বাহেরাউড়া গ্রামের মৃত রাজ মাহমুদের ছেলে মো. মজিম।
গত ২০১৩ সনে অস্ত্র আইনে দায়ের করা দুর্গাপুর থানার মামলায় স্বাক্ষ্য গ্রহণ পক্রিয়া শেষে আজ এ রায় দেয় আদালত।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদে ক্রেতা সেজে গত ২০১২ সনের ১৯ ডিসেম্বর তাদেরকে দুটি রিভলবার সহ তিনজনকে আটক করে র্যাব বাহিনী। তাদের থেকে গাঁজা ও মোটরসাইকেলও উদ্ধার করা হয়। পরে ২০১৩ সনের ৩০ অক্টোবর অভিযোগ গঠন করে একজনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয় ও অন্য দুজনের মধ্যে ১ নং আসামি তাজুল জামিনে বেরিয়ে গিয়ে পালিয়ে যান।
মোট ১০ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।