পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে গত ১১ই মার্চ জমি জবরদখলকে কেন্দ্র করে সংঘর্ষ হয়, এতে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতদের মধ্যে গুরুতর দু জনকে পটুয়াখালী সদর হাসপাতালের সার্জারী ওয়ার্ডে গভির পর্যাবেক্ষনে রাখা হয়েছে, এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২০/৯৭ তারিখ ১২/০৩/২০২১ইং।
মামলা সুত্রে জানাগেছে বাদী বিবাদীরা একই বাড়ীতে বসবাস করে আসছে, ঘটনার দিন অর্থাত ১১ই মার্চ সকাল আনুমানিক ১১ঃ৩০ মি. এর সময় মরিচবুনিয়া গ্রামস্থ বাদীর নিজ ঘরের সামনে আসামীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হইয়া, লাঠি সোঠা লোহার রড বাংলা দাও রামদা সহ গৃহ নির্মানের সামগ্রী নিয়া বাদীর নিজ ভোগদখলীয় তফসিল বর্নিত জমিতে অনধিকার প্রবেশ করিয়া জোরপূর্বক ঘর নির্মান শুরু করলে বাদী সহ কতিপয় স্বাক্ষীরা এসে বাদীর দখলিয় জমিতে, তাদের অবৈধভাবে ঘর তোলায় বাধা দিলে ৬ নং আসামীর হুকুমে সকল আসামীরা বাদী পক্ষের উপর জাপিয়ে পরলে অভিযুক্ত আসামী, মোঃ দেলোয়ার মোল্লা, হাবিব মোল্লা, মাসাউদ মোল্লা, শিহাব মোল্লা, সবুজ মোল্লা, আনোয়ার মোল্লা ও শিউলি বেগম ক্ষিপ্ত হইয়া লাঠি ও লোহার রড় দিয়া শরীরের বিভিন্ন স্থানে পিটাইয়া নিলাফুলা জখম করে।
এ ছারা আসামী দেলোয়ার বাংলা দাও দিয়ে ছত্তার মোল্লার মাথায় হত্যার উদ্দেশ্য কোপ দিলে মাথায় রক্তাক্ত হাড়ভাঙ্গা জখম হয়। আসামী হাবিব মোল্লা স্বাক্ষী হেপি বেগমের মাথায় ধারালো অস্ত্রদিয়ে কোপ দিলে গুরুতর হার ভাঙা জখম হয়। এ ছারা বাকী আসামীরা স্বাক্ষীদেরকে বিভিন্ন ভাবে লোহার রড় সহ দেশীয় অস্ত্র দিয়ে শরীর বিভিন্ন জায়গায় পিটিয়ে গুরুতর আহত করে।
আহতদের মৃত্যু ভেবে ফেলে চলে জাওয়ার সময় বাদীর সাথে ও থরে থাকা বিভিন্ন স্বর্ণের জিনিস ছিনিয়ে নিয়ে যায়, জার বর্তমান বাজার মূল্য প্রায় একলক্ষ পাচ হাজার টাকা, এ ছারাও ঘরের বিভিন্ন আসবাব পত্র ভাংচুর সহ মহিলাদের টানা হেচরা করে শ্লীলতাহানি ঘটায় আসামীরা। আসামীরা চলে জাওয়ার পরে স্থানীয় ও কতিপয় স্বাক্ষীদের সহযোগিতায় আহতদের পটুয়াখালী সদর হাসপাতালে এনে ভর্তি করানো হয়। আহতদের মধ্যে দুজন গুরুতর হওয়ায় তাদেরকে হাসপাতালের নিবির পর্যবেক্ষনে রাখা হয়েছে, বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেরে দেয়া হয়েছে।
এমন সন্ত্রাসী ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, এলাকাবাসী এহেন ও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।