জেলার কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়নের পশ্চিম চাকামাইয়া গ্রামে এমন আতংকে জীবন জাপনের খবর পাওয়া যায়। এ বিষয় পটুয়াখালী পুলিশ সুপার বরাবরে গত ১১ই জানুয়ারী ভুক্তভোগী তৈয়ব গাজী একটি লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগের বিষয় অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা কলাপাড়া থানাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আদেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার পটুয়াখালী।
অভিযোগে জানা জায় বিবাদী মোঃ ইব্রাহীম ও হেমায়েত পিং চান খা,ও মোঃ নজরুল পিং ইব্রাহিম সাং পশ্চিম চাকামাইয়া উপজেলা কলাপাড়া জেলা পটুয়াখালী,দীর্ঘ দিন যাবত বাদীর ভোগদখলীয় পৈত্রিক ওয়ারিশ সুত্রে পাওয়া জমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছে কিন্তু হঠাৎ করে বিবাদীগণ উক্ত জমি তাদের বলে দাবী করে আসছে এবং বর্তমানে জমিতে মুগডাল দেয়ার সময় হওয়ায় তৈয়ব গাজী নিজ ভোগদখলকৃত জমিতে চাষ করতে গেলে অভিযুক্তরা তাতে বাধা প্রধান করেন এবং তাতে তারা সফল হতে পারেনি, বর্তমানে উক্ত জমিতে তৈয়ব গাজী গংরা চাষাবাদ করছে ঐ জমিতে বর্তমানে মুগডাল চাষ করছেন তৈয়ব গাজী গং।
সরেজমিনে গিয়ে ও এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানাগেছে একই এলাকার প্রতিবেশী ও প্রতিপক্ষ হঠাৎ করে কোথা থেকে একটি রেকর্ড তৈরি করে এনে তারা তৈয়ব গাজী গং দের নিম্ন তফসিল বর্নিত জমি তাদের বলে দাবী করে এবং উক্ত জমি জবরদখল করতে মরিয়া হয়ে ওঠে। জমির তফসিল, মৌজা পশ্চিম চাকামাইয়া, জে,এল নং ০১,এস এ খতিয়ান নং ৪২৮, দাগ নং ৫৬২,৫৬৩,৫৬৪,৫৬৫,৫৬৬,৫৬৭,৫৬৮ ও ৫৯৪ নং দাগে মোট ৩.০০ একর জমি।
উক্ত জমি জবরদখল ঠেকাতে তৈয়ব গাজী গং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং ঐ স্থানে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় কলাপাড়া থানার হস্তক্ষেপ কামনা সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান এবং অভিযোগকারী তৈয়ব গাজী গংদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান।