বরিশালের পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজলা যুবলীগ সভাপতি আবু হানফিকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। দলীয় প্রতিপক্ষরাই এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ হানিফের। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সাথে জড়তিদের দ্রুত গ্রফেতার ও বিচার দাবি করেছে তার অনুসারীরা।
গতকাল সােমবার সন্ধ্যা ৭ টার দিকে মঠবাড়িয়া উপজলো যুবলীগ কার্যালয়ের সামনে ঘটে এই সন্ত্রাসী হামলার ঘটনা।
হানিফের স্বজন ও অনুসারীরা জানান, গত রোববার ইদ্রসি নামে এক অনুসারীকে একই কারণে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এর প্রতিবাদে গতকাল সােমবার বিকালে দলীয় কার্যালয় সংলগ্ন এলাকায় সমাবেশের আয়ােজন করা হয়। এই সমাবেশকে কন্দ্রে করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্তিতি এড়াতে পুলিশ সমাবেশ বন্ধ করে দয়ে। পরে হানিফ তার সমর্থকদের নিয়ে দলীয় কার্যালয়ে অবস্থান নেয়। সন্ধ্যার পরে ২০-২৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলায় হানিফসহ কয়েকজন আহত হয়েছে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।