জাতীয় শ্রমিক লীগ পটুয়াখালী জেলা শাখার আওতাধীন মহিপুর থানা শাখার নতুন কমিটির সভাপতি আবুল কালাম ফরাজি, সাধারণ সম্পাদক জামাল হোসেন সরদার ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন হাওলাদারের মহিপুরে শুভ আগমন উপলক্ষে থানা ইউনিটের শ্রমিক লীগের নেতৃবৃন্দদের পক্ষ থেকে বিশাল সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১লা মার্চ সোমবার বিকেল ৩ টায় প্রায় ৫ শতাধিক নেতাকর্মী মটরসাইলের যোগে তাদের শেখ জামাল সেতু থেকে রিসিভ করে ফুলেল শুভেচ্ছা দিয়ে মহিপুর থানা শহর ও লতাচাপলী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করান। প্রদক্ষিণ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য প্রদান করেন মহিপুর থানা শ্রমিক লীগের টানা ২য় বারের মতো নির্বাচিত সভাপতি আবুল কালাম ফরাজি, নব নির্বাচিত সাধারণ সম্পাদক জামাল হোসেন সরদার ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন হাওলাদার।
এসময় বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন এবং গতকাল ২৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের উপরে ছাত্র দলের নেতা কর্মীদের হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং থানা শ্রমিক লীগ কে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যাক্ত করেন।
উল্লেখ্য মহিপুর থানা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারনে ২৪ /০২/২১ ইংরেজি তারিখ জেলা কর্তৃক নতুন কমিটি প্রদান করা হয়।