মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনেটে অভিশংসন বিচার শুরু হওয়ার সপ্তাহ খানেক আগে তার পক্ষের পাঁচ আইনজীবী সরে দাঁড়িয়েছেন। শনিবার দেশটির সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সরে যাওয়া আইনজীবীদের মধ্যে দুইজন আছেন যারা ট্রাম্পের পক্ষে লড়াইয়ে নেতৃত্বে দিতেন বলে ধারণা করা হচ্ছে।
খবরে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে আইনি কৌশল নিয়ে মতভেদের কারণে আইনজীবী সরে দাঁড়িয়েছেন।
সিএনএন আরও জানিয়েছে, ট্রাম্প এখনো চাচ্ছিলেন তার আইনজীবীরা ব্যাপক নির্বাচন জালিয়াতির ভিত্তিহীন দাবি প্রতিষ্ঠার চেষ্টা করুক।
সিএনএন এবং অন্যান্য সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যে দুইজন ট্রাম্পের পক্ষে নেতৃত্বে দেওয়ার কথা ছিল তারা হচ্ছেন সেই বুচ বাওয়ার্স ও ডেবরাহ বারবিয়ার। সমঝোতার মাধ্যমেই তারা ট্রাম্পের আইনি দল ত্যাগ করেছেন।