নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার ঘটনায় নির্বাচন কমিশনে রিপোর্ট জমা দেওয়া হয়েছে।
শুক্রবার (১২ মার্চ) স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে শনিবার প্রতিবেদনটি জমা দেয় তদন্ত কমিটিতে স্থান পাওয়া পশ্চিমবঙ্গের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মুখ্যমন্ত্রীর ওপর ‘হামলা’র কোনও ‘প্রমাণ’ মেলেনি। দুর্ঘটনাবশতই আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায়।
রিপোর্টে ষড়যন্ত্র এবং পরিকল্পনা করে মুখ্যমন্ত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার তত্ত্ব খারিজ করেছেন তারা। তবে এ নিয়ে কমিশনের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।
বুধবারের ঘটনায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষিতে দুই সদস্যের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দিল্লির কেন্দ্রীয় নির্বাচন কমিশন।