অবিশ্বাস্য ফুটবল প্রতিভা, ফ্যাশন সচেতনতা, উদ্দাম চলাফেরা আর বিতর্ক মিলিয়ে ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় চরিত্রগুলোর মধ্যে নেইমারের নাম থাকবেই থাকবে। এত অল্প সময়েই বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার বনে যাওয়া আর বিপুল জনপ্রিয়তা পাওয়া খুব কম মানুষের কপালেই জোটে। আর নেইমারকে নিয়ে সারাবছর মানুষের আগ্রহও থাকে তুঙ্গে। নেটফ্লিক্সও সেটা ভালোভাবেই বুঝতে পেরেছে।
নেইমারের জীবন নিয়ে ডকুমেন্টারি সিরিজ বানাচ্ছে জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। আর তাতে নিজের চরিত্রে নিজেই অভিনয় করবেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরইমধ্যে সিরিজের সব আয়োজনও সম্পন্ন করে ফেলেছে স্ট্রিমিং জায়ান্ট। এমনকি পিএসজির অনুশীলনেও ঘুরছে নেটফ্লিক্সের ক্যামেরা। ফরাসি সংবাদমাধ্যম ‘লা পারিসিয়ান’র বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’।