মৃত্যু
রুস্তম আলী
কিসের নেশায় ছুটিসরে তূই
কোন লালসার কাছে
চেয়ে দেখ মৃত্য এসে
দাড়িয়ে যে তোর পাছে।
তোর অজান্তে ফুরিয়ে গেছে
জীবনের এই বেলা
এমনি করেই সাঙ্গ হয়রে
সবার ভবের খেলা।
জানিস তো ভাই মানুষ রুপে
জন্ম নিলে ভবে
এমনি করেই পরস্পরকে
মরতে একদিন হবে।