একদিন না হয় হয়েই যাক কোথাও হঠাৎ দেখা,
ঠোঁট ছুঁয়ে যাক চায়ের কাপ ভাঙুক নিরবতা!
জমুক কিছু ভালোবাসা বুকের মধ্যখানে,
আমি না হয় ডুবে মরি অতল দু’নয়নে।
তুমি না হয় দু,তিন, চারে টানলে কথার ইতি,
আমি না হয় ভুলেই গেলাম লাগাম টানার রীতি।
ঘড়ির কাটায় চোখ বুলিয়ে বললে এবার আসি,
আমি না হয় চেয়েই নিলাম রহস্যের সেই হাসি।
না হয় দু,চার কদম আমি হেঁটেই গেলাম পাশে,
গলির মোড়ে থেমেই গেলাম চোখের ইশারাতে।
পেছন থেকে বলেই দিলাম ছিলো একটা কথা,
বললে তুমি, ভালোবাসো! বুঝে নিয়েছি ওটা।
লেখক- আসাদ জামান