December 23, 2024, 1:47 am

পটুয়াখালীতে হাতুরে চিকিৎসার নামে চলছে বানিজ্য।

Reporter Name
  • Update Time : Thursday, January 30, 2020,
  • 737 Time View

নিউজ ডেক্স।
পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নের ২নং ব্রীজ এলাকায় হাতুরে চিকিৎসক নির্মল চন্দ্র রায়ের চিকিৎসার নামে অবাধ বানিজ্য চালাচ্ছে, ব্যবস্থা পত্রে বাংলায় গ্রাম ডাঃ লেখা থাকলেও ইংরেজিতে ডঃ লেখা রয়েছে, আবার অভিজ্ঞতার জায়গাতে ৩০ বছরের অভিজ্ঞতা লেখা রয়েছে। তার একাডেমিক কোন সনদ না থাকলেও তিনি অবাধে চিকিৎসা করে যাচ্ছেন। মেডিসিন থেকে শুরু করে শিশু সহ জাবতীয় রোগের চিকিৎসা করেন তিনি,এমনকি কখনো কখনো সার্জারিও করেন বলে অভিযোগ রয়েছে। তার ভিজিট নির্ধারন হয় রুগীর উপর নির্ভর করে, জানাগেছে ২০০-৫০০ টাকা পর্যন্ত তিনি ভিজিট নিয়ে থাকেন। এ ছারা তিনি নিয়মিত পরীক্ষা নিরিক্ষার জন্য বিভিন্ন ল্যাবে পাঠাচ্ছেন রুগীদের। সাধারণ মানুষ বলছে তার একাডেমিক কোন প্রশিক্ষণ নাথাকা সত্ত্বেও কিভাবে তিনি পরীক্ষার কাগজ পত্র দেখে তাদের রোগ নির্ণয় করে। এলাকাবাসী ও সচেতন মহল বলছে এ সকল অপ চিকিৎসার বিরুদ্ধে এখনই পদক্ষেপ নেয়া জরুরি। অন্যথায় এ সকল অপচিকিৎসার কারনে আগামীতে চিকিৎসার বিপর্যয় নেমে আসা সহ ক্ষতির সম্মুখীন হবেন সাধারণ মানুষ। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71