December 23, 2024, 6:12 am

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল কে গণসংবর্ধনা

Reporter Name
  • Update Time : Monday, February 3, 2020,
  • 357 Time View

নানান জল্পনা কল্পনার পরে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের এক মতের ভিত্তিতে এ সংবর্ধনার আয়োজন করা হয়

 

লোকমান মৃধা,পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেনকে সংবর্ধনা দেন পটুয়াখালী শহর শ্রমিকলীগের মোঃ শাহিন মৃধা। ৩ ফেব্রুয়ারী সোমবার বিকাল ৩ঃ৩০ মিনিটে পটুয়াখালী টোল ঘর এলাকায় এ সংবর্ধনা দেন।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদ পাওয়ার পর এটাই তার প্রথম সফর।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের গন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আসেন তিনি।পটুয়াখালী শহর শ্রমিকলীগের শাহীন মৃধা বলেন এ্যাড. মোঃ আফজাল হোসেনকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

তিনি আরো জানান বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ও শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরতে এ্যাড. আফজাল হোসেন বলিষ্ট ভূমিকা পালন করবে এটা পটুয়াখালী বাসির বিস্বাস।

আজ সোমবার বিকাল ৩টায় পটুয়াখালী আলাউদ্দিন শিশু পার্কে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীরের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ  সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, পটুয়াখালী ৩ (দশমিনা – গলাচিপা) আসনের সংসদ সদস্য  এস এম শাহাজাদা শাজু,পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসান সিকদার, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ,বাউফলের পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, গলাচিপা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শাহিন শাহ, সহ আরো অনেকে।

এ সময় পটুয়াখালী জেলার সকল থানার আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও কয়েক হাজার কর্মী উপস্থিত ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71