লোকমান মৃধা,পটুয়াখালী প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ যোগদান করবেন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের প্রায় ৩ হাজার গ্র্যাজুয়েট এ সমাবর্তনে অংশগ্রহণ করবেন।
সমবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির শুভাগমন উপলক্ষে জেলা প্রশাসক দরবার হলে সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করেন জেলা প্রশাসন।
রবিবার বিকাল ৪টায় উক্ত প্রেস ব্রিফিং এ সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জিয়াউর রহমান, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী সামমুর রহমান ইকবাল ও সাধারন সম্পাদক মুফতি সালাউদ্দিন সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ এবং জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেটবৃন্দ।