December 23, 2024, 6:39 am

পুলিশ পিটিয়ে কারাগারে নবনির্বাচিত কাউন্সিলর

Reporter Name
  • Update Time : Tuesday, February 4, 2020,
  • 127 Time View

পুলিশ পেটানোর’ অভিযোগে ঢাকা ‍উত্তর সিটি করপোরেশনের ২৩নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকতকে গ্রেপ্তার করা হয়েছে।

আওয়ামী লীগ সমর্থিত এই কাউন্সিলরকে সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। শওকত ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে খিলগাঁও থানায় মামলা দায়ের করে। মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, গতকাল সোমবার রাতে খিলগাঁও এলাকায় এসবির পরিদর্শককে বিপক্ষ দলের সমর্থক ভেবে মারধর করেন কাউন্সিলর ও তার নেতাকর্মীরা। এ ঘটনায় রাতেই মামলা করেন পুলিশের ওই কর্মকর্তা। পরে গভীর রাতে খিলগাঁও থানায় পুলিশ নবনির্বাচিত কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকতকে গ্রেপ্তার করে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ‘গতরাতে বিপক্ষ দলের সমর্থক ভেবে পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন পরিদর্শককে মারধর করে কাউন্সিলর ও সমর্থকরা। ওই পরিদর্শক রাতেই থানায় একটি মামলা করেন। সেই মামলায় গভীর রাতেই রামপুরা এলাকা থেকে শওকতকে গ্রেপ্তার করে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।’

গ্রেপ্তারের পর কাউন্সিলর শওকতকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71