December 23, 2024, 6:20 am

পটুয়াখালীর কলাপাড়ায় ধর্ষন মামলার প্রধান আসামী পলাশ মোড়লসহ গ্রেফতার-২

Reporter Name
  • Update Time : Tuesday, March 10, 2020,
  • 413 Time View

মো: শহিদুল আলম,পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত গার্মেন্টস কর্মী ধর্ষন মামলার প্রধান আসামী পলাশ মোড়ল ও তার সহযোগী দোলনকে ১শ’ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১টায় ধানখালীর লোন্দা গ্রামের বিল থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাশের নামে কলাপাড়া থানায় ধর্ষন ছাড়াও একাধিক মামলা রয়েছে।

উল্ল্যেখ,গত ১৮ জানুয়ারি ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী গার্মেন্টস কর্মীকে অপহরন করে রাতভর আটকে রেখে ধর্ষন করে পলাশ মোড়ল। পরে ওই গার্মেন্টস কর্মীর বৃদ্ধা মাকে অবরুদ্ধ করে রেখে খুন জখমের হুমকি দিয়ে গার্মেন্টস কর্মীকে ঢাকা যেতে বাধ্য করে।

এ ঘটনায় ২২ জানুয়ারী পুলিশ ঘটনা স্থলে গিয়ে ধর্ষিতার বৃদ্ধা মাকে উদ্ধার করে। ওই দিন ধর্ষিতার মা বাদী হয়ে চার জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পলাশ ও তার সহযোগিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71