স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে আগুনে পুড়ে সর্বস্বান্ত হয়েছে তিনটি পরিবার। পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের বৈরাগী টিলা এলাকায় বুধবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায় ( বুধবার) ১১ মার্চ দুপুর পৌনে ১২ টায় রামগড় পৌরসভাধীন ৫ নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে মোঃআলাউদ্দিন, মোঃ ইউনুস, মোঃ তাজুল ইসলাম, এর বসত ঘর ও রান্না ঘর সহ পুড়ে ছাই হয়ে যায় এতে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যায় পরিবার তিনটি।
ফায়ার সার্ভিস রামগড়ের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, রান্নাঘরের গ্যাসের চুলার আগুন থেকে ঘটনার সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানান তিনি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, রামগড় পৌর মেয়র মোঃ শাহজাহান( কাজী রিপন) রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুজ্জামান ও স্থানীয় কাউন্সিলর মোঃ জামাল সিকদার। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারদের সহযোগিতার আশ্বাস দেন তারা।