সঞ্জিব দাস (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপা উপজেলার সাবেক বাদুরা হট মাধ্যমিক বিদ্যালয় সিনিয়র শিক্ষক ও সাবেক আমখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মাষ্টার শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে শেষ নিশ^াস ত্যাগ করেন।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৫৮) বছর। তার গ্রামের বাড়ি আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে আব্দুল হক মিয়ার ছেলে। তার স্ত্রী এক পুত্র ও তিন কন্যা, আত্মীয় স্বজন অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়িতে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে পটুয়াখালী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এসএম শাহজাদা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিন শাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোটার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহম্মেদ মাসুদ, পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সভাপতি মশিউর রহমান তার পরিবার বর্গের সমবেদনা জ্ঞাপন করেন।