চট্টগ্রামের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছয়জন। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। শনিবার (২১ মার্চ) রাত নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের পুলিশ সুপার জানান, লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া চুনতি রেঞ্জ অফিস সংলগ্ন স্থানে চকরিয়াগামী যাত্রীবাহী লেগুনা ও চট্টগ্রামগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।