বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ – শরণখোলা) সংসদীয় আসনের উপনির্বাচন আওয়ামী লীগ প্রার্থী মো. আমিরুল আলম মিলন বিপুল ভোটের ব্যবধানে বেসরকাীরভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৭৪৫ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী পেয়েছেন মাত্র ৩ হাজার ৭৪৪ ভোট।
রাতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও বাগেরহাট- ৪ সংসদীয় আসনের রিটার্নীং অফিসার মো. ইউনুচ আলী আওয়ামী লীগের প্রার্থী মো. আমিরুল আলম মিলনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
গত ১০ জানুয়ারি জাতীয় সংসদের বাগেরহাট- ৪ সংসদীয় আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যু হলে এই আসনটি শুন্য হয়।