ব্রিটিশ রাজপুত্র প্রিন্স চার্লস করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে আগে থেকেই করোনায় আক্রান্ত কণিকা কাপুরের সাথে দেখা গেছে চার্লসকে। ছবিটি দিয়ে অনেকেই দাবি করেছেন, প্রিন্স চার্লসের করোনায় আক্রান্ত হওয়ার জন্য দায়ী কণিকা।
জি নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কণিকার সঙ্গে প্রিন্স চার্লসের দেখা হয়েছিল ঠিকই কিন্তু সেটা ২০১৫ সালে। ওই সালে প্রিন্স চার্লস একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ব্রিটেনে। ওই অনুষ্ঠানেই কণিকা কাপুরকে আমন্ত্রণ জানান প্রিন্স চার্লস। সেখানেই বলিউডের জনপ্রিয় গায়িকার সঙ্গে দেখা হয় প্রিন্স চার্লসের। প্রিন্স চার্লসের সঙ্গে জমিয়ে আড্ডা দিতেও দেখা যায় কণিকাকে।
প্রসঙ্গত, ভারতের পাশাপাশি লন্ডনে স্থায়ী ঠিকানা রয়েছে কণিকা কাপুরের। ফলে ভারতের পাশাপাশি নিয়মিত লন্ডনে যাতায়াত করেন বলিউডের বেবি ডল গায়িকা।