December 23, 2024, 9:12 am

পাঁচ মিনিটেই করোনা পরীক্ষা!

Reporter Name
  • Update Time : Saturday, March 28, 2020,
  • 148 Time View

করোনা ভাইরাস নিয়ে গবেষণা কম হচ্ছে না। এরই মধ্যে ভাইরাসটি পরীক্ষার ক্ষুদ্র একটি যন্ত্র আবিষ্কার করেছেন মার্কিন গবেষকরা।

সেই পোর্টেবল দিয়ে করোনা পজিটিভ হলে মাত্র পাঁচ মিনিটেই জানা যাবে।

সূত্র জানায়, পোর্টেবলটি তৈরি করেছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অ্যাবট ল্যাবরেটরিজ। প্রতিষ্ঠানটি গতকাল শুক্রবার পোর্টেবল আবিষ্কারের কথা জানিয়েছে।

অ্যাবট ল্যাবরেটরিজ বলছে, করোনা ভাইরাস পরীক্ষার ফল পজিটিভ হলে পাঁচ মিনিটেই জানা যাবে। ওই যন্ত্রে করোনা নেগেটিভ হলেও ফল আসবে। তবে, সে ক্ষেত্রে সময় লাগবে ১৩ মিনিট।

সামনের সপ্তাহেই পোর্টেবলটির ব্যাপক উৎপাদন শুরু হবে। আর এর আকার এটি টোস্টের মতো।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৯৬ হাজার সাতশ ২৩ জনে। তার মধ্যে ২৭ হাজার তিনশ ৫২ জনের মৃত্যু হয়েছে। অবশ্য আক্রান্তের পর সুস্থ হয়েছেন এক লাখ ৩৩ হাজার তিনশ ৫৫ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71