December 23, 2024, 8:47 am

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহ সংকটে বিশ্ব: জাতিসংঘ

Reporter Name
  • Update Time : Wednesday, April 1, 2020,
  • 83 Time View

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস করোনা ভাইরাসকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেসবচেয়ে ভয়াবহ সংকটবলে অভিহিত করেছেন।

জাতিসংঘপ্রধান সতর্ক করেছেন, করোনা ভাইরাস মহামারি বিশ্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে মহাসংকটে ফেলেছে।

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা চীনকে ছাড়িয়ে গেছে। বিশ্বজুড়ে লাখ ৫৭ হাজার মানুষ এতে আক্রান্ত হয়েছেন।

গুতেরেস বলেন, ইউরোপে করোনার সংক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলো এক দিনে তাদের সর্বোচ্চসংখ্যক মৃত্যুর খবর দিয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে এক দিনে ৮০০ জনের মৃত্যু হয়েছে, যা দেশটিতে মোট মৃত মানুষের সংখ্যা হাজার ৭০০তে পৌঁছে দিয়েছে। সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হওয়ার ঘটনাও এখন যুক্তরাষ্ট্রে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এর উৎপত্তিস্থল চীনে মারা গেছে হাজার ২৮২ জন।

স্পেন, যুক্তরাজ্য, ফ্রান্স ইতালি মহামারি শুরুর পর থেকে এক দিনে তাদের সর্বোচ্চ মৃত্যুর ঘটনা জানিয়েছে। ইতালিতে পর্যন্ত ১২ হাজার ৪২৮ জন মারা গেছে। বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ইতালিতে।

জনস হপকিনস ইউনিভার্সিটির বরাতে আলজাজিরা জানিয়েছে, বিশ্বজুড়ে লাখ ৫৭ হাজার মানুষের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত লাখ ৭৮ হাজার ব্যক্তি করোনামুক্ত হয়েছেন। করোনার আক্রান্ত হয়ে ৪২ হাজার মানুষ মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71