December 23, 2024, 10:50 am

আ.লীগ নেতার বাড়ি থেকে ত্রাণের ২৫শ’ কেজি চাল উদ্ধার

Reporter Name
  • Update Time : Monday, April 6, 2020,
  • 118 Time View

ঝালকাঠিতে এক ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়ি থেকে সরকারি ত্রাণের আড়াই টন (২৫’শ কেজি) চাল উদ্ধার করেছে জেলা প্রশাসন। আগড়বাড়ি গ্রামের ৮ নম্বর ইউপি সদস্য মনির একইসঙ্গে বাসন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্যদের সংগঠন জেলা মেম্বার ফোরামের সভাপতি।

রোববার রাত ১০ টার দিকে গোপন সংবাদে সদর উপজেলার মনির হোসের বাড়ি থেকে এ চাল উদ্ধার হয়।

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি আহমেদ হাসান জানান, গোপন সংবাদে ইউপি সদস্য মনিরের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ত্রাণের সরকারি ২৫’শ কেজি চাল উদ্ধার হয়। চালগুলো সরকারি বস্তা খুলে অন্য বস্তায় রাখা হয়েছিল। তবে ত্রাণের সরকারি বস্তাগুলো একই স্থান থেকে উদ্ধার করা হয়েছে। সরকারি এ চালের আনুমানিক মূল্য এক লাখ টাকা। চাল উদ্ধারের সময় ইউপি সদস্য বাড়িতে ছিলেন না। তাকে মোবাইল ফোনে বারবার খবর দিলেও তিনি আসেননি বলেও জানান এনডিসি আহমেদ হাসান।

তিনি বলেন, এ ঘটনায় চাল জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মনির হোসেন বলেন, ‘সরকারি খাদ্য গুদাম থেকে এ চাল ছাড়ানো হয়েছে। আমার কাছে ডকুমেন্টস আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71