December 23, 2024, 5:36 am

পটুয়াখালীতে এই বিপদে কিছু মানুষের পৌষ মাস হতদরিদ্র হারেজের সর্বনাশ?

Reporter Name
  • Update Time : Tuesday, April 7, 2020,
  • 239 Time View

টানা তিনটি নিউজ করা হয়েছে চোরে না শোনে ধর্মের কথা তেমনি ঘটেছে হারেজের ভাগ্যে

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

সারাদেশে যখন করোনা ভাইরাস মোকাবেলায় লক ডাউন চলছে তখন তার সুযোগ নিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় হত দরিদ্র হারেচ ব্যাপারীরর গাছ দখলের অভিযোগ পাওয়া গেছে। রাঙ্গাবালী উপজেলার গংগী পাড়া গ্রামের হারেচ ব্যাপারী অভিযোগ করে বলেন, প্রায় ৪৫ বছর পর্যন্ত রেড ক্রিসেন্ট সোসাইটির মাটির (বর্তমানে মুজিব) কিল্লায় বসবাস করে গাছ-পালা লাগিয়ে ভোগ দখল করে আসছি। এমতাবস্থায় একই গ্রামের মঞ্জুরুল আলম ও তার ভাই সায়েম তাদের দলবল নিয়ে অবৈধভাবে আমার লাগানো গাছগুলো নেওয়ার পায়তারা চালাচ্ছে। তিনি আরও জানান, অভিযুক্তদের বাধা দিলে আমাকে মারধর করে। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক মেজবাহ উদ্দিনের চিকিৎসাধীন আছি। এ বিষয়ে হারেচ ব্যাপারীর স্ত্রী পলাশী বেগম জানান, করোনার ভয়ের চেয়েও আমরা মঞ্জুর ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। শেষ সম্বলটুকুও যদি প্রভাবশালীরা নিয়ে যায় তাহলে আমাদের অন্যত্র গিয়ে ঘর বাড়ি তৈরি করার মত আর কিছুই থাকবে না। তিনি আরো বলেন, আমার স্বামীর ঘর-বাড়ী করার মতো এই গাছগুলো ছাড়া আর কিছুই নাই। এগুলো যদি নিয়ে যায় তাহলে আমাদের মৃত্যু ছাড়া আর অন্য কোন পথ থাকবে না। এ বিষয় নিয়ে পলাশী বেগম পটুয়াখালী পুলিশ সুপারের বরাবরে লিখিত অভিযোগ করেন। যার স্মারক নং ৩৮২ তারিখ ০৫/০৪/২০২০ খ্রিঃ। এ বিষয়ে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদের কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগটি এখনও থানায় এসে পৌঁছে নি।

পর্ব ১ দেখতে লিংকে ক্লিক করুন

পর্ব ২ দেখতে লিংকে ক্লিক করুন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71