বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন আবদুল মাজেদকে আদালতে নেওয়া হয়েছে। গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১২টার দিকে ঢাকা সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হয় তাকে।
এর আগে গতরাত ৩টায় মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশন থেকে মাজেদকে গ্রেপ্তার করা হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়।
ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) জুলফিকার হায়াতের আদালতে তার শুনানি হবে এবং সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় শুনানি শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানা গেছে।
আবদুল মাজেদ ভারতে পালিয়ে আছেন বলে এর আগে বিভিন্ন সময় খবর আসে সংবাদ মাধ্যমে। তাকে সেখান থেকে পাঠানো হয়েছে কিনা- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাকে বাংলাদেশেই পেয়েছি। হয়তো করোনার ভয়ে চলে এসেছে।’