December 23, 2024, 5:07 am

৯৯৯-তে ফোন করে খাবার পেলের দুই রিক্সাচালক

Reporter Name
  • Update Time : Tuesday, April 7, 2020,
  • 204 Time View

৯৯৯-তে ফোন পেয়ে দুই রিক্সা চালকের বাড়িতে খাবার নিয়ে হাজির হলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু। মঙ্গলবার সকালে উপজেলার কলম ইউনিয়নের বড়িয়াবাড়ী গ্রামের দুই রিক্সা চালকের বাড়িতে কোনো খাবার ছিল না।

ওই দুই রিক্সাচালক প্রতিবেশীর একটি মোবাইল থেকে ৯৯৯-তে ফোন দেন। বিষয়টি জানতে পেরে শুকনো খাবার,
চাউল, আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাবারের প্যাকেট নিয়ে ওই দুই রিক্সা চালকের বাড়িতে ছুটে যান সিংড়ার
ইউএনও। তাদের পরিবারে এক সপ্তাহের খাবারের ব্যবস্থা করে দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খোঁজ খবর রাখার নির্দেশ দেন ইউএনও।

এসময় উপস্থিত ছিলেন কলম ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু এই প্রতিবেদককে বলেন, এই দুর্যোগে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলার অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71