সাভারে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয় এক নারী পোশাক শ্রমিকসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সাভার গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী শ্রমিকের নাম মরিয়ম (৩৫)। তার বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা এলাকায়। তিনি সাভারের আল-মুসলিম নামক তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।
তবে এ ঘটনায় নিহত অটোরিকসা Situs Judi Slot Online Resmi নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কাভার্ড ভ্যানচালক শরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
জানা যায়, মরিয়ম সকালে অটোরিকশায় করে সাভার থেকে কারখানার যাচ্ছিলেন। পথে তারা গেন্ডা সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে ঢাকাগামী একটি অজ্ঞাত পরিবহন তাদের বহনকারী অটোরিকশায় ধাক্কা দেয়। এসময় তারা ছিটকে রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই একজনের এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ হেল বাকি বলেন, আমরা জাতীয় জরুরি সেবার হটলাইনে (৯৯৯) মেসেজ পেয়ে দ্রুত ঘটনাস্থল গেন্ডা এলাকায় গিয়ে নিহতদের লাশ উদ্ধার করি। নিহতদের পরিবারের লোকজনের কাছে খবর পাঠানো হয়েছে। তারা আসার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক অজ্ঞাত পরিবহনটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।