দেশে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১২ জন নতুন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে রাজধানী ঢাকার অধিবাসী ৬২ জন।
ফলে ঢাকায় এ পর্যন্ত মোট ১৮৫ জনের করোনা ভাইরাস শনাক্তের তথ্য পাওয়া গেল। এখন দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩০ জন।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। এতে ভিডিও কনফারেন্সে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় অনলাইনে ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা ও পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
গত ২৪ ঘণ্টায় যিনি মারা গেছেন তিনি পুরুষ। ঢাকার অধিবাসী। বয়স ষাটোর্ধ। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২১ জনের। এছাড়া দেশে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন।
এছাড়া নারায়ণগঞ্জ জেলাতেও করোনা সংক্রমণ উদ্বেগজনক বলে জানানো হয় ব্রিফিংয়ে। সেখানে নতুন করে ১৩ জনের করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৩৩০ জন রোগী শনাক্ত হলো।