পটুয়াখালীতে দুলাল চৌকিদার নামে একজন করোনায় নিহত হয়েছেন। তার বাড়ি পটুয়াখালীর দুমকী উপজেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন শ্রীরামপুর ইউনিয়নে। সে স্থানীয় মাছ ব্যবসায়ী আবদুস সোবাহান চৌকিদারের ছেলে।
এ ঘটনায় পুরো শ্রীরামপুর ইউনিয়ন লক ডাউন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত দুলাল নারায়নগঞ্জের একটি গার্মেন্টে কর্মরত ছিল। গত ৫ এপ্রিল সে নারায়নগঞ্জ থেকে পালিয়ে দুমকীর বাড়িতে আসে। বাড়িতে আসার পর তার জ্বর, সর্দি, বুকে ব্যাথা, শ্বাসকষ্ট দেখা দিলে গত ৭ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর এ পাঠায় জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার দুপুরে বাড়িতেই মারা যায় সে। সন্ধ্যায় তাঁকে তাদের বাড়িতে দাফন করা হয়েছে।
সিভিল সার্জন জানান, তার করোনা পজেটিভ হয়েছে। ঢাকা থেকে রিপোর্ট পাওয়া গেছে। তার বাড়ির সবাইকে আইশোলেশনে রাখা হচ্ছে। বিশেষ করে তার বাবা, ভাই, বোন। এদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া এর সংস্পর্শে যারা এসেছে তাদেরও ট্রেস করার চেষ্টা চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ।