বরগুনার পাথরঘাটায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার ঘণ্টা খানেক পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে বেলা ১১টার দিকে তিনি মারা যান। তিনি উপজেলার চরদুয়ানি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পাথরঘাটা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। আইইডিসিআর থেকে রিপোর্ট এলে বোঝা যাবে তিনি করোনায় আক্রান্ত কী না।
এদিকে, এর আগে বুধবার (৮ এপ্রিল) সকালে দুইজনকে আইসোলেশনে রাখেন পাথরঘাটা উপজেলা প্রশাসন। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। একজন এসেছে ঢাকার নারায়নগঞ্জ থেকে অন্যজন এসেছেন চট্টগ্রাম থেকে।