December 23, 2024, 11:04 am

বরগুনা ও পটুয়াখালীদুই জেলায় সরকারের বিধি-নিষেধ রক্ষার্থে দিন রাত কাজ করছে র‍্যাব-৮

Reporter Name
  • Update Time : Monday, April 13, 2020,
  • 389 Time View

নোভেল করোনা মহামারি ভাইরাস থেকে জনগণকে স্বাস্থগত সুরক্ষা ও সামাজিক দুরত্বতা বজায় রাখা নিশ্চিৎ করতে নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার (মাছ,মাংস ও সবজি) অস্থায়ীভাবে বরগুনা জিলা স্কুল মাঠে স্থাপন করেছেন বরগুনা জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র উদ্যোগে এ বাজারের পাশাপাশি মুদি দোকন (ফার্মেসী ও চিকিৎসকের চেম্বার ব্যাতিত) প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর বারটা পর্যন্ত চলবে। মহামারি করোনার ছোঁবলে বিশ্বে এক মৃত্যুর মিছিল চলছে।

এই নোভেল করোনা মহামারির কোন প্রতিশেধক এখন পর্যন্ত তৈরি না হওয়ায় প্রাথমিকভাবে করোনা থেকে মুক্তি পেতে বাংলাদেশ সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছেন।

অযথা বাহিরে বের না হয়ে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষা রাখার পাশাপাশি সবসময় হাতের নাগালে থাকা যেকোন সাবান দ্বারা হাত বিশ সেকেন্ড পরিষ্কার করা, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লোবস্ ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছেন সরকার। তবুও নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদাতো রয়েই যায় সকলের।

তাই কাঁচা পণ্যের চাহিদা মেটাতে সাধারণ মানুষের মাঝে সামাজিক দুরত্বতা বজায় নিশ্চিৎ করতে এমন ভিন্নতর উদ্যোগ হাতে নিয়েছেন জেলা প্রশাসন। আজ সোমবার থেকে এই অস্থায়ী বাজারটি চালু করা হয়েছে। জেলা প্রশাসনের পাশাপাশি নৌবাহী, র‍্যাব, পুলিশ প্রশাসনসহ মাঠে নিরলস কাজ করে যাচ্ছেন রেডক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের একদল স্বেচ্ছাসেবক। সামাজিক দুরত্বতা বজায় না রাখার দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রট নিজাম উদ্দীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনজনকে জরিমানা করেন।

এসময় সাথে ছিলেন, পটুয়াখালী র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) রইচ উদ্দীন, নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট জাহিদ। মানুষকে সচেতন করতে প্রতিনিয়তই প্রশাসনের এ মহড়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71