ব্রিটেনে করোনায় আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত রোববার তাদের মৃত্যু হয় বলে জানানো হয়েছে।
সোমবার বিভিন্ন স্যোশাল মিডিয়ায় তাদের মৃত্যুর খবর প্রকাশ করেছেন স্বজনরা।
সরকারি সূত্রে সঠিক পরিসংখ্যান প্রকাশিত না হলেও স্যোশাল মিডিয়ার পরিসংখ্যানেও রয়েছে মতভেদ।
করোনায় মৃতদের তালিকা করারও চেষ্টা করছেন সংবাদকর্মীরা। ধারণা করা হচ্ছে প্রায় ৯০ জন বাংলাদেশির এই মহামারিতে মৃত্যু হয়েছে।
রোববার মৃতরা হলেন- ইপ্সউইচের বাসিন্দা কবির আহমদ। গত ১২ এপ্রিল নিজ ঘরে তার মৃত্যু হয়। তার দেশের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামে। আরেকজন হলেন- শাহ আলাউর রহমান (আলাউদ্দিন)। ইলফোর্ডে বেনটন রোড়ে বাসিন্দা আলাউদ্দিন গত ১২ এপ্রিল লন্ডনের রমফোর্ডের কুইন্স হাসপাতালে মৃ্ত্যুবরণ করেন। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার পাল গাও জাওয়ায়।