December 23, 2024, 11:57 am

ইউনিয়ন আ’লীগ সভানেত্রীর বাসায় ত্রাণের চাল, ১ মাসের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : Wednesday, April 15, 2020,
  • 430 Time View

পটুয়াখালীর বাউফলে কেশবপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতিও ইউপি সদস্যের ঘর থেকে চাল উদ্ধার এক মাসের কারাদণ্ড পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মহিলা মেম্বর ও ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসা. লিপি বেগমকে সরকারি চাল ঘরে রাখার অপরাধে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দুপুরে ওই সাজা দেয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালানো হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বাউফল উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. আনিচুর রহমান বালী জানান, ইউপি সদস্য লিপি বেগমের ঘর থেকে অবৈধ ভাবে রাখা পাঁচ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। তাঁকে এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

এছাড়াও জেলারমির্জাগঞ্জে ১০ টাকা কেজি চাল ওজনে কম দেওয়ায় ৫ নং কাকড়াবুনিয়া ইউনিয়নের ইউপি সদস্য ওডিলার মোঃ আব্দুল বারী মিয়া কে ১০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ শোয়েব ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71