নিজস্ব প্রতিনিধি
বরিশালের হিজলা থেকে পাচারের সময় পটুয়াখালীর বগাবন্দর এলাকায় ট্রলারভর্তি ১৪০০ বস্তা সরকারি চালসহ দুইজনকে আটক করেছে বাউফল থানা পুলিশ।
তারা হলেন- চাল ব্যবসায়ী শাহজাহান ও ট্রলার মালিক কাম মাঝি জয়নাল।
ব্যবসায়ী শাহজাহান বাউফল উপজেলার বানরজর এলাকার বাসিন্দা এবং ট্রলার মালিক জয়নাল বরিশালের মেহেন্দিগঞ্জের বদরপুরের আনোয়ার হোসেনের ছেলে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতের দিকে চালবোঝাই একটি ট্রলার বগাবন্দরের পাশে খালের মধ্য থেকে আটক করা হয়। পরে সেখানে দেখা যায় যে, ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা ১৪০০ বস্তা সরকারি চাল। পরে ওই দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা পুলিশকে তাৎক্ষণিকভাবে জানায় যে, মেহেন্দিগঞ্জের কয়েকজন জনপ্রতিনিধিদের কাছ থেকে চালগুলো ক্রয় করে বাউফলের উদ্দেশ্যে নিয়ে আসছিলেন তারা।
এ ঘটনার পেছনে যারা যারা জড়িত তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।