মোহাঃ রউফ কয়রা, খুলনা।
খুলনা জেলার কয়রা উপজেলায় করোনা ভাইরাস শুরু থকে তিনটি পরিবার মানবেতর জিবন যাপন করছে
যখন সারা বিশ্বো করোনা ভাইরাসের কারণে থমকে গেছে মৃত্যু মিছিল লাশের উপরে লাশ ঠিক তখনি বাংলাদেশ সরকার সারা বাংলাদেশে খেটে খাওয়া দিন মুজুর থেকে শুরু করে রিকশা চালক ভ্যান চালক,বাস চালক,ট্রাক,চালক বিভিন্ন কল কারখানার শ্রমিক ইট ভাটার শ্রমিক ও খুলনা জেলার কয়রা থানার সুন্দরবন উপকূলীয় অঞ্চল কয়রার বিভিন্ন এলাকায় সাধারণ খেটে খাওয়া দিন মুজুর জেলে, বাওয়ালী করোনা ভাইরাস সংক্রমণের কারণে ও সুন্দরবনের পারমিট বন্ধ থাকায় সুন্দরবন উপকূলীয় এলাকার বাসিন্দারা মানবেতর জীবনযাপন করছে আজ এক অনুসন্ধান করে দেখা গেছে সরকারের দেওয়া ত্রাণ ঠিক মত পাচ্ছেনা। এবিষয় অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে কয়রা থানার মহারাজপুর ইউনিয়নের পূর্ব মাঠ বাড়ি এলাকায় খোঁজ নিয়ে জানাযায় ৩টি পরিবার করোনা ভাইরাস শুরু থেকে এখনোপর্যন্ত কনোপ্রকার সরকারি সহেতা পাইনি বলে অভিযোগ উঠচ্ছে এবিষয় ঐ তিনটি পরিবার বলেন আমার চেয়ারম্যান, মেম্বার দের কাছে গিয়ে সরকারি ত্রাণের কথা বল্লে তারা বলে কনো সমষা নেই এবার ত্রাণ আসলে দিবানে কিন্তু তিনটি পরিবার কাছ থেকে জানাযায় চেয়ারম্যান, মেম্বার সুধু আশষাস দিয়ে যায় তারা কিছুই দেয়না এমনটি অভিযোগপাওয়া যায়। এই করোনার জন্য কনো কাজ কাম না থাকায় তারা দিনে দুই বেলা খায় আর এক বেলা নাখেয়ে থাকে এভাবে তারা অসহ্যর মত জিবন পার করছে।