নওগাঁয় গরিব,অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দিলেন, জেলা ছাত্র লীগের সিনিয়র সহ–সভাপতি তুহিন মোল্লা
অন্তর আহম্মেদ ষ্টাফ রিপোর্টারঃ
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হওয়া গরিব,অসহায় ও শ্রমজীবী মানুষদের মাঝে ত্রাণ দিলেন ছাত্র লীগের সিনিয়র সহ সভাপতি তুহিন মোল্লা। উপজেলার হাজি পাড়া, সরদার পাড়ায়, সকাল ১১টায় লগডাউনের চলমান পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝ নিজস্ব অর্থায়নে একশ’ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল, আলু, তেল, মরিচ, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় হোসেন, জেলা ছাত্র লীগের উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হামীম হোসেন, জেলা ছাত্র লীগের প্রশিক্ষন বিষয়ক সম্পাদক, রতন হোসেন, ও সনি প্রমুখ
তুহিন মোল্লা বলেন, প্রানঘাতি করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারনে অসহায় খেটে খাওয়া মানুষ গুলো আজ কর্মহীন। আমাদের এলাকার মানুষেরা এখন ঘরে বসে থেকে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে, তাই এ বিষয়টি আমার দৃষ্টি গোচর হওয়ায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে, নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান করেছি।