ঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী)
করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রাক্তন নেতা হুমায়ুন কবীর খোকন গত ২৮’এপ্রিল মঙ্গলবার রাত ১০ টায় ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহ… রাজেউন)।
তাঁর অকাল মৃত্যুতে পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড সহ সকল সাংবাদিক বৃন্দরা গভীর শোক প্রকাশ সহ মরহুমের আত্মার মাগফিরাত প্রার্থনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদন জানান।
শুক্রবার বেলা ১১টায় গলাচিপা প্রেসক্লাবে এক সংক্ষিপ্ত শোক প্রকাশে সভাপতি সমিত কুমার দত্ত মলয় সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচাড বলেন, বর্তমানে সাংবাদিকেরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের ক্রাইসিস মুহুর্তে পেশাগত দায়িত্ব পালন করে জনগনকে সচেতন করে যাচ্ছেন।
রাষ্ট্রীয় ভাবে সকল পেশাজীবীদের জন্য আলাদা নিরাপত্তা ঝুঁকি সরকার ঘোষণা করেছেন। কিন্তু সাংবাদিকের জন্য এখন পর্যন্ত কোন ঘোষণা দেয়নি সরকার।
অবিলম্বে করোনাকালে ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের জন্য আর্থিক সহযোগীতা এবং নিরাপত্তার ব্যাপারে সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যাবস্থা নেয়ার অনুরোধ জানান গলাচিপা উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।