বরগুনা জেলা প্রতিনিধি এম.এস রিয়াদঃ
বিশ্ব আজ করোনার কড়াল গ্রাসে থমকে দাঁড়িয়েছে। অসহায় হয়ে পরেছে সকল শ্রেণি পেশার মানুষ। তাই জাতির এ ক্রান্তিলগ্নে বরগুনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি করোনায় কর্মহীন হয়ে পরা পরিবারের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন।
আজ (৭ মে) মঙ্গলবার বিকেলের দিকে সামাজিক দুরত্ব বজায় রেখে এক হাজার পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
বরগুনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবিরের উদ্যোগে এ খাদ্য সামগ্রী কর্মহীন ব্যাক্তিদের হাতে তুলে দেয় বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
এসময় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ্, পুলিশ সুপার মারুফ হোসেন সহ জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
করোনায় এ পর্যন্ত মৃত ব্যাক্তি ও করোনা যোদ্ধাদের উদ্দেশ্য করে দোয়া মোনাজাত করেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আলতাব হোসেন।
এমন সহযোগিতার ধারা অব্যাহত থাকবে করোনা থেকে পূর্ণাঙ্গ মুক্তি লাভের আগ পর্যন্ত। মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাবেন বলে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি জানান।
তবে দশ মে থেকে নিয়মের মাঝে রেখে সকল দোকানপাট খুলে দেয়া হবে। নিজেরা সচেতনাতার সাথে নিয়ম মেনে কাজ করতে পারবে বলে জানান জেলা প্রশাসক।
আইন-শৃঙ্খলা মেনে সকলকে কাজ করতে ও সচেতনতা অবলম্বন করে চলতে আহ্বান জানান পুলিশ সুপার।
সকল মানুষকে নিজ থেকে সচেতন হতে হবে। সরকার স্বাভাবিকভাবে দেশের এমন সঙ্কটময় ও মহামারি পরিস্থিতি সামাল দিচ্ছেন। মানুষ অসেচতন বলে আজ প্রশাসন, পুলিশ, সাংবাদিক সহ এগিয়ে আসা স্বেচ্ছাসেবকদের মৃত্যু হয়েছে। তবুও মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তাই সচেতন হোন, নিজে বাঁচুন, পরিবার তথা দেশকে বাঁচাতে সহায্য করুন। নচেত সরকারকে কঠিন অবস্থানে যেতে হতে পারে বলে সাংসদ সদস্য তাঁর বক্তব্যে এ কথা বলেন।