মাজহারুল ইসলাম,রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ
আজ ভোর ৬য়টার দিকে আগবর আলী ৩০ নামে একজনকে খুন করে পালানোর সময় এলাকাবাসীর হাতে আটক হয় খুনী আছিম উদ্দীন (৫০)। ঘটনাটি ঘটেছে রৌমারী থানাধীন যাদুরচর ইউনিয়নের সীমান্তঘেষা আলগারচর গ্রাম নামক স্থানে। এলাকা সুত্রে জানা গেছে খুনি আছিম উদ্দিন, আলগারচর গ্রামের মৃত্যু আবেদ আলীর পুত্র বলে। খুন হলেন একই গ্রামের আলহাজ¦ রহিম উদ্দিন এর পুত্র আগবর আলী ৩০। খুন হওয়ার পর এলাকাবাসী জীবিত ভেবে মৃত্যু আগবর আলীকে রাজিবপুর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগের দায়ীত্বরত ডাঃ সামিউল ইসলাম, জানান মৃত্যু অবস্থায় আগবর আলীকে হাসপাতালে আনা হয়েছে। আসার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি সে আগেই মারা গেছেনে, পরে রাজিবপুর থানা পুলিশকে জানানো হয়। খুনের খবর পেয়ে রাজিবপুর থানার এআই নজরুল ইসলাম হাসপাতালে আসেন। তার সঙ্গে কথা হলে তিনি জানান মৃত্যের সুরুতহাল জানার জন্য আমাকে পাঠিয়েছে ওদিকে রৌমারী থানা থেকে লোক আসছেন। রৌমারী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাবলিকের হাতে আটক খুনিকে রৌমারী থানায় নিয়ে যায় পুলিশ। মর্মান্তিক খুনের ঘটনা জানতে চাইলে রৌমারী থানার এআই আকতারুজ্জামান ঘটনাস্থলেই জানান,আমরা খবর পেয়েছি আলগারচর গ্রামের একজনকে খুন করা হয়েছে। এবং খুনিকে এলাকাবাসী আটক করে রেখে ছিলো আমরা আসামীকে থানায় নিয়ে যাচ্ছি এর প্রচলিত আইনে মাডার মামলা হবে। এই ঘটনায় এলাকায় জোড়ে সোখের ছায়া নেমে এসেছে। মৃত্যু আগবর আলীর বাবা রহিম উদ্দিন , মা রহিমা খাতুন,বড় ভাই রহমত আলী,বড় বোন নাছিমা খাতুন,স্ত্রী জেমি খাতুন,মেয়ে হাবিবা খাতুনসহ ওই ঘাতকের ফাসিতে ঝুলিয়ে
হত্যার দাবী জানান। এবিষয় ওই গ্রামের বাসীন্দা সামসুল হক ,হাসেন আলীসহ আরও অনেকেই জানান জমিজমা সংক্রান্ত বিষয় নিয়েই দীর্ঘদিন যাবৎ এদের মধ্যে গন্ডগোল ছিলো। সেই জেরে ভোর বেলায় পরিকল্পিতভাবে বুকের মধ্যে টেডা মাইরা
এপাসওপাস কইরা মাইরা হালাইছে, ওই ছেলেরে মাইরা পলাইবার চাইছাল আমরা সাথে সাথে খুনির বাড়ি ঘেরাও কইরা পুলিশ খবর দেই।