গলাচিপা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কিছু অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।
সঞ্জিব দাস ,গলাচিপা,পটুয়াখালী, প্রতিনিধিঃ
কোভিড-১৯ তথা নভেল করোনা ভাইরাসের কারণে পুরো পৃথিবী একটা দূর্যোগময় অবস্থার সম্মুখীন হতে চলেছে। এই ভাইরাসের আতঙ্কে কেউ ঘরের বাহিরে বের হতে পারছে না।যার যার কর্মসংস্থানে যেতে পারছে না।যে কারণে অনেক পরিবারই খেয়ে না খেয়ে, অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে।আমাদের দেশেও ঠিক একই অবস্থা। আমাদের দেশের মানুষও খুব দুর্বিষহ অবস্থায় দিনযাপন করছে।এমতাবস্থায় বৃহস্পতি সকালে গলাচিপা উপজেলা ছাত্রলীগের সভাপতি (শরিফ আহমেদ আসিফ) এর উদ্যোগ ও তত্বাবধানে এবং অ্যাডভোকেট (ফখরুল ইসলাম মুকুল) এর সহযোগিতায় কিছু অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে।
এ মহৎ কাজে গলাচিপা উপজেলা ছাত্রলীগের অনেক কর্মীবৃন্দ স্ব স্ব শ্রম দিয়ে সহায়তা করেছে।ইফতার সামগ্রী হিসেবে মুড়ি,বুট,চিনি,খেজুর, চিড়া ও ট্যাং ইত্যাদি বিতরণ করে।
ছাত্রলীগ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। ১৯৪৮ সাল থেকেই বঙ্গবন্ধুর হাতে গড়া এ সংগঠন মানুষের সাহায্য-সহযোগিতা করছে।এটা আবারও প্রমাণ করে দিল গলাচিপা উপজেলা ছাত্রলীগ।“মানুষ মানুষের জন্য” এই স্লোগানকে সামনে রেখে গলাচিপা উপজেলা ছাত্রলীগ অসহায় মানুষদের সহায়তা করছে।এসব মহৎ কাজের জন্য গলাচিপা উপজেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানাই।আসলে দেশের এই দুর্যোগকালীন সময়ে আমাদের সর্বস্তরের জণগণের উচিৎ গরিব,দুঃখী,অসহায় ও অর্ধাহারে-অনাহারে দিন কাটানো মানুষের পাশে দাঁড়ানো।