December 23, 2024, 8:03 pm

৩০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিল স্পন্দন পাওয়ার

Reporter Name
  • Update Time : Friday, May 8, 2020,
  • 159 Time View

অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে স্পন্দন পাওয়ার এন্ড এনার্জি লিমিটেড। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বরগুনার তিনটি উজলোয় ৩০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রী প্যাকেটজাত করে প্রত্যেকটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ২টি এন্টিসেপটিক সাবান, ৫০ গ্রাম গুড়া মরিচ ও ৫০ গ্রাম হলুদ দেয়া হয়। এর পাশাপাশি প্রতিষ্ঠানটি বরগুনায় কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাঝে এন-৯৫ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে।

স্পন্দন পাওয়ার এন্ড এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম মশিউর রহমান শিহাব বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে ভ্যান, রিকশাচালকসহ অধিকাংশ শ্রমজীবী মানুষ এখন কর্মহীন হয়ে পড়েছে। দিনে আনে দিন খায় এসব মানুষ খুব কষ্টে আছে। তাই এই দুঃসময়ে মানবিক দায়বদ্ধতা থেকে বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলার কর্মহীন, গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে তিনি জানান।

তিনি বলেন, ৩০ হাজার গরীব পরিবারকে খাদ্য বিতরণের পাশাপাশি ২০০ কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষককের বাসায় চাল, ডাল, তেলসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। যতদিন করোনা দুযোর্গ থাকবে ততদিন তিনি এই কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান।

দেশের এই দুযোর্গ মুহূর্তে সমাজের বিত্তবানদের গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান মশিউর রহমান। হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিল স্পন্দন পাওয়ার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71