ঈদের কেনাকাটা না করে সেই অর্থ অসহায়দের দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (৯ মে) রাজধানীর সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘এবার ঈদ এসেছে ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্ন বাস্তবতায়। দেশ পার করছে সংকট কাল। এই পরিস্থিতিতে আমি আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঈদের শপিং না করে এর অর্থ অসহায়, কর্মহীন জনগণের মাঝে বন্টনের আহ্বান জানাচ্ছি’।
‘এভাবেই আমরা এবারের ঈদ উদযাপন করতে চাই। চাই ত্যাগের মহিমায় নিজেদের অসহায় মানুষের সঙ্গে থাকতে। পাশাপাশি ঈদের কেনাকাটায় সংযম ও পরিমিতিবোধ রাখার জন্য বিত্তবান ও ধণাঢ্য ব্যক্তিদের প্রতি আহ্বান জানাচ্ছি।