মীম আহমেদ / পটুয়াখালী।
জেলার দশমিনা উপজেলায় র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ অভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে অদ্য বিকাল আনুমানিক ০৩.০০ ঘটিকার সময় বাশবাড়িয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ৪৫ কেজি সরকার কর্তৃক নিষিদ্ধ কারেন্ট জালসহ মোঃ সোহেল গাজী (২৬), পিতা-আলম গাজী, সাং-বাশবাড়িয়া দক্ষিন পাড়া, থানা- দশমিনা, পটুয়াখালীকে আটক করা হয়। এসময় কারেন্ট জালের অপর ব্যবসায়ী মোঃ মহসিন মৃধা (৩৫), পিতা- আলাউদ্দিন মৃধা, সাং-বাশবাড়িয়া মধ্য পাড়া ৭নং ওয়ার্ড, থানা-দশমিনা- কৌশলে পালিয়ে যায়। আটককৃত আসামীসহ পালিয় যাওয়া আসামী দীর্ঘদিন যাবৎ দশমিনা এলাকায় অত্যান্ত সুকৌশলে নিষিদ্ধ কারেন্ট জাল আমদানি ও বিক্রয় করে আসছে । আটককৃত আসামীকে জব্দকৃত কারেন্ট জালসহ দশমিনা থানায় হস্তান্তর করা হয়। এ বিষয় র্যাব বাদী হয়ে দশমিনা থানায় মৎস্য সংরক্ষন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন ।